বান্ধবীর ইচ্ছে পূরণে উট চুরি, অত:পর

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: প্রিয় মানুষকে খুশি করতে আমরা কত কিছুই না করি। তার ইচ্ছে পূরণে সাধ্যের সবটুকুই উজাড় করে দেই আমরা। তবে এক যুবক বোধ হয় স্বপ্নেও ভাবেননি যে তার বান্ধবী জন্মদিন উপলক্ষে একটা উটের ছানা চেয়ে বসবেন।

গালফ টুডে’র এক প্রতিবেদন থেকে এমন খবর জানা গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, চলতি মাসে জন্মদিন ছিল ওই ব্যক্তির বান্ধবীর। জন্মদিন উপলক্ষ্যে উট উপহার দিতে হবে, এমনই অদ্ভুত দাবি জানিয়েছিলেন ওই মহিলা। বান্ধবীকে খুশি করতে উট উপহার দিতেই হবে, কিন্তু কিনে দেয়ার ক্ষমতা নেই। যা কেনার ক্ষমতা নেই, তা চুরি করলেই হয়। এমনই ভাবনা থেকে একটি উট খামার থেকে এক সদ্যজাত উটকে চুরি করেন ওই যুবক।

খামারের মালিক পরের দিন সকালে উটের ছানাটিকে দেখতে না পেয়ে খোঁজা শুরু করেন। কোথাও না পাওয়ায় পুলিশে খবর দেন। একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

পুলিশ খামারে পৌঁছে উটের ছানাটির সন্ধানে তল্লাশি চালায় ঠিকই কিন্তু কোথাও সেটার খোঁজ মেলে না। এর পরই পুলিশ বোঝে যে উটের ছানাটি চুরি হয়েছে। শুরু হয় তদন্ত।

খামার থেকে কয়েক কিলোমিটার দূরে উটের ছানাটির খোঁজ মেলে। কিন্তু যে বাড়িতে সে ছিল, তার মালিক জানায়, উটের ছানাটি তার বাড়িতে চলে এসেছে। কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখে এবং উটের ছানাটি কতটা যেতে পারে, সেই সব বিবেচনা করে পুলিশের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে চাপ দিলেই তিনি এর পর পুরো ঘটনাটি স্বীকার করেন।

শেষ পর্যন্ত দুবাই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ছানাটিকে খামারের মালিকের কাছে ফিরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *