গাঁজা চাষে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ওষুধ শি’ল্পে কাঁচা’মাল হিসেবে ব্যা’পক চাহিদার জন্য ২০২’১ সালের সেপ্টেম্বরে গাঁ’জা চাষের’ অনুমতি দেওয়ার পরি’কল্পনা ক’রেছে পা’কিস্তান সর’কার। এমনকি ৩ বছ’রের মধ্যে গাঁ’জা থেকে ১০০ কোটি ‘ডলার আয়ের ভবি’ষ্যৎ দেখছে ‘ইমরান খানের ‘প্রশাসন।
গাঁ’জা অনেকের কাছে মাদক হি’সেবে পরিচিত হলেও যুগ’ যুগ ধরে চিকিৎসাশা’স্ত্রে ব্যবহৃত হচ্ছে এ’ই ভেষজ উদ্ভি’দ।
বা’জার গবেষণা প্রতিষ্ঠা’ন গ্লোবা’ল মার্কেট ইনসাইটের ‘গবেষণা অনুযায়ী,’ ২০২৫ সাল নাগাদ বিশ্বে’ গাঁজার বৈধ বা’জারের আ’কার ৫৯ হাজা’র কো’টি ‘ড’লার ছাড়া’বে।
সম্প্র’তি চিকিৎসা বি’জ্ঞানের গবেষণায়’ গাঁজার প্রয়োজ’নীয়তার কথা মা’থায় রেখেই গাঁজাকে ভয়া’বহ মাদকের তা’লিকা থেকে স’রিয়ে ফেলা’র সিদ্ধা’ন্ত নিয়েছে’ জাতি’সংঘ।
এদি’কে, গত ক’য়েক বছর ধ’রে লোকসানের মুখে’ রয়েছে পাকিস্তা’নের অর্থনীতি। ২’০১৯ সালে তুলার উৎ’পাদন ক’মেছে ২০ শতাংশ, যে’খানে তাদের র’প্তানির শতক’রা ৬৪ ভাগই’ আসে তুলা ‘থেকে’।
ফলে অর্থ’নৈতিক এই সং’কট কাটাতে গাঁজা চাষ ‘একটি গুরুত্বপূর্ণ ‘ভূমিকা রাখতে পা’রে বলে ধারণা কর’ছে দেশটির সর’কার।