ঢিলেঢালা লকডাউন
বার্তাবহ চাঁদপুর নিউজঃ দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু সংখ্যা। রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার অলিগলিতে থাকা দোকানপাট প্রায় সবই খোলা।
এছাড়া রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকাতেও দেখা যায় দোকানি-পুলিশের খেলা।
পুলিশের সাইরেন বাজা মাত্রই এলাকা হয়ে যায় নিস্তব্ধ, বন্ধ হয়ে যায় সাটার। টহল শেষে প্রশাসন চলে গেলেই উঠে যায় দোকানের একটি সাটার।
এদিকে সন্ধার পর সড়কে বাস চলতে দেখা না গেলেও স্বাভাবিকভাবেই চলছে পণ্য পরিবহন, সিএনজি রিকশাসহ ব্যক্তিগত যানবাহন।
বাংলাদেশে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১ই এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এদিকে, ৯ এপ্রিল, শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
Chisholm KM et al 2012 ОІ Adrenergic receptor expression in vascular tumors Mod Pathol 25 1446 51 DOI 10 buy clomid without prescription uk
how does lasix cause renal failure To quantify how much the observed HR for OS and PFS may have been biased towards the null, we conducted a probabilistic bias analysis PBA with 50, 000 iterations which randomly sampled values of sensitivity and specificity at each iteration assuming trapezoidal distributions for sensitivity min 0
meds similar to doxycycline Then cells were washed were washed and harvested in PBS
Metab 1991; 73 6 1210 1215 ivermectin 3mg price