“উদ্বিগ্নতা”
প্রিয় ভবিতব্য,
শীতের সকালে কুয়াশার আচ্ছন্নতা যেমন পুরো প্রকৃতিকে অস্পষ্ট,ধোঁয়াশে করে দেয় তেমনি আজ তোমার এই অসুস্থতায় আমার দিনযাপনে সৃষ্ট হয়েছে একগুচ্ছ বিষণ্ণতার।তোমায় নিয়ে কেউ ভাবুক,তোমার অসুস্থতায় কেউ উদ্বিগ্নচিত্তে সৃষ্টিকর্তার নিকট তোমার সুস্থতা কামনা করুক এমনটা হয়তো তোমার চিন্তায় ছিলো না।তুমিতো চাইতে তোমার জন্যে আপন মানুষ কষ্ট না পাক,চিন্তা না করুক।কিন্তু তবুও হয়তো কোথাও একটা আমার এই উদ্বেগ তোমাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে।কারণ এতে আমার ভালোবাসা তোমার কাছে স্পষ্ট। তুমি হয়তো ভাবছো মিথ্যে বলে আমার কাছ থেকে পার পেয়ে যাবে।কিন্তু যে মেয়ে টাইপিং দেখলেই বলে দিতে জানে কারো মনের ভেতর কী চলছে সে যে প্রিয় মানুষের কণ্ঠ শুনে কিছু বুঝতে পারবে না তা ভাবাটাই বোকামো।আগামীতে কিন্তু সতর্ক থাকবে।সম্পর্কের বয়স যতদিনই হোক না কেনো আমি এখন তোমায় অনেকাংশেই বুঝি।পুরোপুরি এখনো নই যদিও।আরেকটু সময় পেলেই শতভাগ বুঝে নিবো।তুমি হয়তো ভাবছো কিলোমিটারের দূরত্বের সুবিধা নিয়ে আমার কাছে এটুকু মিথ্যে আড়াল করাই যায়।কিন্তু তোমার যে এটা জানা নেই যার সাথে আত্মার সম্পর্ক কিলোমিটারের দূরত্ব তার কাছে কিছুই নয়।আজ হয়তো পাশাপাশি একই ছাদের নিচে অবস্থান করছি না।যদি থাকতাম তাহলে তোমার এই মিথ্যের জন্যে সর্বদা তোমাকে আমার দৃষ্টিসীমায় রাখায় পানিশমেন্ট দিতাম।আমি তোমায় কতটা ভালোবাসি তা হয়তো কয়েকটা শব্দচয়নে অসম্ভব।তবে তোমাকে এ নিশ্চয়তা আমি অবশ্যই দেবো তোমাকে না পেলে এ জীবন মৃত্যুসম।আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা।তারপরই তুমি আমার কাছে সারাজীবনের মতো বন্দি।
ইতি
তোমার আমি…
লেখকের মেইলঃ farhanaislam7498@gmail.com