কবিতা: রাষ্ট্রীয় কবি

ধরুন, আপনি রাষ্ট্র আর আমি কবি
আমি আপনার সমস্ত অপকর্মের ছবি ফাঁস করে দেবো।
আবার ধরুন, আমাদের গলায় গলায় বন্ধুত্ব
কিন্তু তারপরও – আমি আপনার গলায় দড়ি পরাবো।
আমি আপনার সমস্ত ব্যাংক একাউন্ট ছাইপাঁশ খেয়ে উড়াবো-
কারণ আমি কবি, আর কবিরা কখনো বারন মানে না।
আপনার চোখে আমার একটাই সত্তা, আমি জমিন-মানব।
আর আমার চোখে আপনি, হিংস্রতম পরাধীন এক দুর্ধর্ষ দানব।
কবির মেইলঃ mehadi321hasan@gmail.com