এমন ফুচকা প্রেম, বিয়ের গহনা থেকে মুকুট সবই ফুচকার তৈরি!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: যত ধর’নের স্ট্রিট ফুড পা’ওয়া যায় তার মধ্যে ফু’চকা অন্যতম জনপ্রিয়।’ আর ফুচকা খেতে ভালবাসেন ‘না এমন লোক পাও’য়া বেশ কঠি’ন। প্রায়’ই দেখা যায় রাস্তার ধারে’ ফুচকার দোকানে লাইন দিয়ে লোকজন ফুচ’কা খাচ্ছেন। খব’র আনন্দবাজা’রের।
তবে এই ফুচ’কা প্রেম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন ভারতীয় এক’ তরুণী। সেই প্রেম থেকেই নি’জের বিয়েতে তিনি ফুচ’কার মুকুটও পরলে’ন। নেটমাধ্য’মে ভাইরাল হ’ওয়া ওই বিয়ের কনের না’ম অক্ষরা বলে জানা গে’ছে।
ভিডিওতে দে’খা যায়, বিয়ের গয়না, পোশাকের সঙ্গে ফুচকার মুকুট’ও পরে রয়েছেন অক্ষরা’। শুধু তাই নয়, নিজের বি’য়েতে খাবারে’র মেন্যুতেও’ ছিল ফু’চকা।’
তার থালা’তে অন্য খাবারের ‘সঙ্গে ফুচকাও ছিল। খেতে’ বসার পর বাড়ির এক স’দস্য এসে তার মা’থায় ফুচকার মুকুট’ পরিয়ে ‘দেন।
ভিডিওটি সোশ্যা’ল মিডিয়ায় ভাইরাল হওয়া’র পর বহু নেটি’জেন তা শেয়ার করেছে’ন। ভিডিওটি কয়েক হা’জার বার দেখা হয়েছে।’ শুধু তা’ই নয়, অনেকেই নিজের বিয়ে’তে ফুচকার মুকুট’ পরবেন বলেও ম’ন্তব্য করেছে’ন।