মা’স্ক পরেও মেকআপ ঠিক রাখবেন যেভাবে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করো’না মহামারি’তে দীর্ঘদিন গৃহবন্দি থাক’তে হচ্ছে। এ সময় বন্ধু বা আত্মীয়স্বজন’দের সঙ্গে দেখা করা তো’ দূরের কথা বাসা থে’কে বের হও’য়ারও সুযোগ নেই। দেখা, গল্প, আড্ডা’ সবই এখন ঘরে বসে। পছন্দের জামা’কাপড় আর কসমেটিক্সে আল’মারি ঠাসা থাকলেও’ বাইরে বে’র না হতে পারার কারণে’ তা আর ব্যবহার করা হচ্ছে না’।
তবে করো’নার মধ্যে অনেকে বাড়ি’ থেকে বের হচ্ছেন। বাড়ি থেকে বা’ইরে পা রাখলেই পড়তে হচ্ছে মাস্ক। ‘কিন্তু মাস্ক পরে লিপ’স্টিক পরা ‘হাজারো ঝামেলা। সেই সঙ্গে’ অতিরিক্ত গরমের ফলে ঘামে মেকআপও গলে যা’চ্ছে। এমন অবস্থায় মাস্ক’ বাঁচিয়ে কীভাবে সুন্দর’ করে মেকআ’প করবেন, চলুন ‘জেনে ‘নেই।
* মাস্ক ব্যবহারে’র সময় ডিপ রঙের কোনো লিপস্টিক’ ব্যবহার না’ করাই ভালো। এতে ‘ঠোঁটে মাস্ক লেগে যাওয়ার ‘সম্ভাবনা কম। তা’ই বাইরে ‘বের হলে হাল’কা কোনো লিপ’স্টিক ব্যবহার ক’রুন।
* মেকআপ ব্যব’হার না করে মোটা করে কাজল ক’রুন। মাস্কারা ব্যবহার’ করুন। এতে আ’রো বেশি আকর্ষণীয় লা’গবে। সেই সঙ্গে ‘ব্যবহার ক’রতে পারেন আই’শ্যাডো। এতে অনেক সতে’জ আর প্রাণবন্ত লাগে’।
* লকডা’উনে বন্ধ রয়েছে পা’র্লার। ফলে অনেকের নিয়’মিত থ্রেডিং করা হচ্ছে’ না। এই সমস্যার সমা’ধানে মোটা করে’ ভ্রূ এঁকে নেওয়া। সে’ই সঙ্গে ভ্রূ জেল ব্যবহার কর’তে পারেন। এতে ভ্রূ দেখতেও’ ভালো লাগ’বে।
* অতিরিক্ত মে’কআপ নয়। হালকা মেক’আপ ব্যবহারের চেষ্টা করুন। এতে ত্ব’ক যেমন ভালো থা’কবে সেই সঙ্গে মাস্কে’ও কম লাগ’বে।
* বাড়িতেই রূপ’চর্চা করুন। হোমমেড ‘ফেসপ্যাক ব্যবহার করু’ন। এতে ত্বক মসৃণ থাকবে।’ সেই সঙ্গে ওজন নি’য়ন্ত্রণে রাখার চে’ষ্টা করুন। ‘এতে শরীর-মন উভ’য়ই ভালো থাকবে।’