কবিতা- “প্রিয়তা”
তুমি আমার সশব্দে পাওয়া ধুমধাম প্রেম -উপহার
তোমার শাড়ীতে লেগে থাকা আজন্ম নীলে,
আমার শিয়রে ওড়ে বুক-সাদা গাঙচিল।
ঠোঁটের ওপর ফরসা গ্লসি লাল লিপষ্টিক
মেঘের মতন ধোঁয়া ওঠা বিক্ষিপ্ত চুলের ঘ্রাণ।
এই রুপ, শরীর বড় ঘোরগ্রস্থ করে তোলে আমায়
মুখ থুবড়ে পড়ি লাগামহীন নিষিদ্ধ শহরের ছায়ায়।
বন্দী থাকা ইউনিভার্সিটি লাইফের প্রেমাখ্যান
ফের একবার মনের খোলা ময়দানে লুটোপুটি খায়।
পেরিয়ে যেতে চাই, তবু যেন শেষ নাই-
তোমার মোহের ঘোমটা সরাই, নিঃশ্বাস ফিরে পাই
যেন জীবন ছেড়ে পালাই, তবু বাঁধা পড়ে যাই।
পাখির সীমানা যেমন আসমানের বাইরে যায় না
আমারও তেমন, তুমিহীন যাওয়ার জায়গা হয় না।
মেহেদী হাসান নবীন’র আরও লেখা