হেয়ার স্ট্রেটনার ছাড়াই ‘স্ট্রেট হেয়ার’ পাওয়ার প্রাকৃতিক উপায় জেনে নিন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: স্ট্রে’ট হেয়ার এখন ফ্যা’শনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে পা’র্লারে গিয়ে বিভিন্ন রাসায়’নিক পদার্থ বা হে’য়ার স্ট্রেটনার ব্যবহারে চুল’ হয়ে উঠতে পারে রুক্ষ ‘এবং নিষ্প্রা’ণ।
তবে উপা’য় আছে। হাতের কাছে সহজ’লভ্য প্রাকৃতিক উপাদান ‘দিয়ে সহজেই মেটাতে পা’রেন স্ট্রেট হেয়ার পাওয়ার স্বা’দ।
এর জন্য প্রয়োজন হবে-
থেতো ক’রা দু’টি পাকা কলা, ‘দুই টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ ‘অয়েল এবং এক টেবিল চা’মচ টক দ’ই।
প্রথমে সব ‘ক’টি উপকরণ একসঙ্গে খুব ভা’লভাবে মিশিয়ে মাস্ক তৈরি করুন’। এরপর সেই মিশ্রণ চুলে মাখি’য়ে নিন। মাস্কটি আ’ধা ঘণ্টা রে’খে পরে সাধা’রণ পানি দিয়ে ধু’য়ে নিন।
সাথে সাথে ‘শ্যাম্পু না করে পরের দিন ‘করতে পারলে সবচেয়ে ভাল’ ফল পাওয়া যাবে। সপ্তাহে তিন’ দিন এইভাবে মাস্ক ‘ব্যবহার করলে ক’য়েক মাসের মধ্যেই’ চুল অনেকটাই ‘স্ট্রে’ট’ হয়ে ‘যাবে।
can you drink while taking doxycycline Salkeni MA, Hall SJ
Examples of approximately 10 percent mammographic density reduction from baseline left to follow up right mammograms of the same breast lasix not working for edema The expressed genes are grouped according to expression levels low left, moderate middle and high right
Fitzgerald S stromectol crema However, some studies have reported liver inflammation associated with toxins in mussels used in certain brands of these products