প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে কটূক্তি করার অভিযোগেএক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হলেন শরিফ মিয়া (২৫)। সোমবার (১১ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলার নিলাক্ষিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরিফ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে স্ট্যাটাস দেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, আটক শরিফ মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।