শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: জামা’লপুরের মাদারগঞ্জ উপজেলা’র জামথল ঘাট এলাকায় মানুষ’ এর আগে কখনো এত কাছ থে’কে শুটিং দেখেনি। সেই কা’রণে গ্রামবা’সীর আগ্রহটা একটু বেশি। সে’খানে আবার যোগ হয়েছে শাকিব খানের মতো’ একজন তারকা। আর তা’ই জটলাও বেশি। এদি’কে শাকিব খা’নের শুটিং দেখতে যাও’য়া নিয়ে স্বামীর সঙ্গে কলহের জেরে’ আত্মহত্যার চেষ্টা করেছেন’ এক গৃহবধূ’।

খোঁজ নিয়ে ‘জানা যায়, মাদারগঞ্জ উপজে’লার গুনারীতলা ইউনিয়নের বাকুরচ’র গ্রামের এক গৃহবধূ শাকিব খা’নের শুটিং দেখতে যা’ওয়ার ‘জন্য স্বামীর কাছে বায়’না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদি’ন নিয়ে যেতে না পারায় উভয়ে’র মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ক্রমেই ‘সেই কলহ’ বিশালাকার ধারণ ক’রলে গেলো সোমবার (১১ অক্টোবর) ও’ই গৃহবধূ গলায় ওড়না পেঁ’চিয়ে আত্মহত্যার’ চেষ্টা চা’লান।

ওই গৃহব’ধূর স্বামী বলেন, ‘ঢাকা থেকে শু’টিং করতে নায়ক-নায়ি’কারা আসছে। জামথল ঘা’টে শুটিং দেখার জন্য ‘আমার স্ত্রী বা’য়না ধরে। ‘আমি জন্ডিসে আক্রা’ন্ত থাকায় দু-একদিন পর নিয়ে যে’তে চাই। কিন্তু সে তা না মা’নায় আমাদের মাঝে কথা’ কাটাকাটি হয়। এক প’র্যায়ে ঘরের’ দরজা বন্ধ করে সে ‘আত্মহত্যার চেষ্টা চালায়।’’

মাদারগ’ঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো’হাম্মদ মাহবুবুল হক জানান, ‘বিষ’য়টি আমার কানে ‘এসেছে। তবে এ বিষ’য়ে থানায় এখ’ন পর্যন্ত কেউ ‘অভিযোগ করে’ননি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *