করোনায় মৃত্যু কমে ৬
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সারাদেশে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমেছে।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৬ জনের মৃত্যু হয়েছে।
মোট প্রাণহানি ২৭ হাজার ৭শ ৯১ জন।
এর আগে গতকাল মঙ্গলবার ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে শনাক্ত হয়েছে ৩শ ৬৮ জন।