ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্ট

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালেয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে চলছে ‘সহিংসতাবিরোধী কনসার্ট’ অনুষ্ঠিত হয়। জানা যায়, সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শুক্রবার (২২ অক্টোবর) বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কনসার্টে গান পরিবেশন করেছিলেন ব্যান্ডদল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, গানপোকা, বাংলা ফাইভ, শহরতলী, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন ও বুনোফুল।

এ ছাড়াও আরও গেয়েছেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *