“পূর্ণতা”
মেহেদী হাসান নবীন
আমার একদিন প্রবল হবে,
সূক্ষ্ম বুকে তীব্র সুখে প্রেমের অকাল ছোবল হবে
মেঘ জমাটি নীল আকাশে নতুন রোদের মেলা হবে
মনের ভেতর লুকিয়ে থাকা কষ্ট গুলো হেলা হবে।
আমার একদিন সকল হবে
কাজল চোখের চাহনিতে আবার সুখের ধকল হবে
দমবন্ধ লাগা মুহূর্তে ফের নতুন কথার লগ্ন হবে
নিকষ কালো আঁধারের ওই ভীতিগুলো ভগ্ন হবে।
আমার সত্যি সব ই হবে
সময় ধরে আগলে রাখা অপেক্ষা রা ক্ষান্ত হবে
শীতের রাতে সিঁটিয়ে যাওয়া লেখা রা দিকভ্রান্ত হবে
দূরের পানে হাঁটতে থাকা দুঃখগুলোও ক্লান্ত হবে।
আমার একটা মানুষ হবে,
নদীর জলে চাঁদের কোলে আগুন ভরা ফানুস হবে
হঠাৎ নামা সন্ধ্যাবেলায় ভালোবাসার চাদর হবে
ঘামে ভেজা ঠোঁট জুড়ে খুব যত্ন করে আদর হবে
হয়তো সেদিন তুমি ছাড়া সবকিছুরই কদর হবে।