প্রেমিকের জিহ্বা কেটে নেয়া সেই প্রেমিকার জামিন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ধাম’রাইয়ে প্রেমিকের জিহ্বা কাটা’র অভিযোগে গ্রেফতার হওয়া শা’রমিন আক্তারসহ আরও ৩’ জনের জামিন দিয়েছে আদা’লত। তবে জা’মিন পাননি তার ‘বাবা।
রোববা’র (২৪ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজি’স্ট্রেট শাহজাদী তাহ’মিদা তাদের জামিন মঞ্জুর’ করেন।
মামলার’ তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদ’র্শক (এসআই) তন্ময় সাহা গ্রেফতারকৃত চারজনকে আদালতে হা’জির করে শফিকুল ‘ইসলামের পাঁচ দিনের রিমান্ড ও বাকি’দের কারাগারে পাঠানোর আবেদন’ করেন।
পরে আদাল’ত প্রেমিকা শারমিন, তার মা আনোয়ারা ‘বেগম ও ভাই ফারুক হোসে’নের জামিন মঞ্জুর ক’রেন। তবে ওই তরুণীর বা’বা শফিকুল ইসলামের রিমা’ন্ড ও জামিন নামঞ্জু’রের আদে’শ দেন।
এর আগে, গত শনি’বার সন্ধ্যায় ঢাকার ধামরাই ‘উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা ‘গ্রামে প্রে’মিকের জিহ্বা কেটে রা’খার অভিযো’গ ওঠে শারমিনের বিরুদ্ধে। আহত প্রেমিক সাই’ফুর ইসলাম একই এলাকার রহম’ত আলীর ছেলে। শারমিন আক্তার বিদেশে ছিল। ‘দুই মাস আগে ‘তিনি দেশে এসেছেন’। বি’য়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার স’ঙ্গে সাইফুল শারীরি’ক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু’ বিয়ে না করে দিনে’র পর দিন ‘সময়ক্ষেপণ করতে থাকলে প্রে’মিকা শারমিন ক্ষিপ্ত হয়ে’ জিহ্বা কে’টে দেয়।
পরে প্রেমি’কার পিতা শফিকুল ইসলাম,’ মা পানকা বেগম, ভাই ফারুক হোসে’ন ও নানা সোরহাব হোসেন ‘মিলে প্রেমিক সাইফুল ই’সলামকে বেধড়ক মারধর ক’রে। একপর্যায়ে সাইফুল নিস্তেজ হ’য়ে পড়লে মৃত ভেবে তারা তাকে ঘ’রের মেঝেতে ফেলে বা’ড়ি ছেড়ে পালিয়ে’ যান। পরে স্থানীয় লোকজ’ন সাইফুলকে মুমূর্ষু অবস্থায় উ’দ্ধার করে স্থানীয় এক’টি হাসপাতালে’ ভর্তি ক’রে।
Increase in the level of luteinizing hormones and decrease in estrogen doxycycline
stromectol japan Sorry to hear about Bud he will be greatly missed
So, there are two points for consideration bumex to lasix Studies evaluating fast MRI protocols are ongoing but they still use gadolinium contrast