মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুণ সুখবর

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ছুটি নিয়ে নিজ দেশে আটকে পড়া ব্যক্তিরা ঢুকতে পারবেন মালয়েশিয়ায়। আগামি ১ নভেম্বর থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অনুমোদন ছাড়াই সরাসরি মালয়েশিয়ায় ঢুকতে পারবেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কূটনীতিক ভিসাধারী, পেরোল পাস, রেসিডেন্ট পাস, ইখতিসাস ভিজিট পাস, ইখতিসাস ট্রিপ পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদী পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, অস্থায়ী জব পাস (পিএলকেএস), বিদেশি বাড়ির দাসী, ট্যুরিস্ট, মেয়াদউত্তীর্ণ দীর্ঘমেয়াদী জব পাস ভিসাধারীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।

ঝামেলা এড়াতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে দীর্ঘ তৎপরতা চালানোর পর অবশেষে দেশটির মানবসম্পদ মন্ত্রী এ নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পর নতুন এ ঘোষণায় এখন থেকে কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই সরাসরি মালয়েশিয়া ঢোকার অনুমতি পাচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে আটকে পড়া সাধারণ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *