পুরাতন মডেলে বন্ধ হোয়াটসঅ্যাপ সেবা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: পুরাতন মডেলের ৪৩টি ফোনে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মিরর ইউকের এক প্রতিবেদনে এ বলা হয় সোমবার (১ অক্টোবর) ফোনগুলোতে বন্ধ করা হবে এই সেবা।
ফোনগুলোর তালিকায় রয়েছে পুরাতন মডেলের আইফোন এসই, ৬এস ৬এস প্লাস।
অ্যান্ড্রয়েড ৪.০.৪ ও এর আগের অপারেটিং সিস্টেম এবং আইওএস ৯ ও এর আগের ফোনগুলোর ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করে মেসেজ, ভিডিও কল এবং এনক্রিপ্টেড মেসেজ সার্ভিস পাবেন না।
হোয়াটসঅ্যাপের এই তালিকায় রয়েছে আইফোনের তিনটি মডেল- এসই, ৬এস ৬এস প্লাস।
স্যামসাংয়ের সাতটি ফোন- গ্যালাক্সি ট্রেন্ড লাইট, ট্রেন্ড ২, গ্যালাক্সি এস২, গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি এক্স-কভার ২, গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি এইস ২।
এবং এলজির উনিশটি, হুয়াওয়ের ছয়টি, সনির তিনটি, জেডটিই’র চারটি সহ আরও দশটি ফোন এই তালিকায় রয়েছে।
J Altern Complement Med 2009; 15 891 7 ivermectin use
During the female reproductive events the sex hormones, e lasix not urinating
fertility drugs clomid More than three biological replicates were done for cell invasion evaluation
buy clomiphene Davis Armstrong NM, et al
Mice were killed when tumor size exceeded 1000 mm 3 how long after doxycycline can i have sex
Metastasis to the supraclavicular lymph nodes has been reclassified as N3 rather than M1 lasix hyperkalemia