রাশিয়ায় এক দিনে ১ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যায় ফের রেকর্ড গড়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ১১৫৫ জনের মৃত্যুর খবর এসেছে।
একই সময়ে দেশটিতে নতুন করে করোনায় শনাক্তও হয়েছে ৪০ হাজার ৪০২ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৫৪ হাজার ১৯২ জন। মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৬৯৩ জন।
দেশটিতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন, ২৩ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ৭৩ লাখ ৮১ হাজার ৭২৬ জন।