বাগাড়ের দাম সাড়ে ৩২ হাজার টাকা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজবা’ড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় এক জে’লের জালে ধরা পড়েছে ২৫ কেজি ও’জনের একটি বাগাড়। মাছটি ‘এক হাজার ৩০০ টাকা’ কেজি দরে ৩২ হা’জার ৫০০ টাকায় বি’ক্রি করা হয়ে’ছে।
বুধবার সকাল ৮টার দিকে ‘উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘা’টের চর-কর্নেশনা এলাকার পদ্মার ‘মোহনা থেকে জেলে জয় হাল’দারের জা’লে মাছটি ধ’রা পড়ে।
সকাল ১০টার দি’কে জেলে জয় হালদার মাছটি বি’ক্রির জন্য দৌলতদিয়া ৫নং’ ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। ‘এ সময় শাকিল-‘সোহা’ন মৎস্য আড়’তের মালিক সম্রাট শাহ’জাহান শেখ এক হাজার ২০০ টাকা’ কেজি দরে মোট ৩০ হাজার টাকায়’ কিনে নেন। ‘
পরে সম্রাট শাহ’জাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশে’র বিভিন্ন জায়গায় যোগাযোগ করে’ এক হাজার ৩০০ টাকা ‘কেজি দরে ৩২ হা’জার ৫০০ টাকায় মাছ’টি বিক্রি করেন’।
জেলে ‘জয় হালদার জানান, বুধবার খুব ভো’রে কয়েকজন মিলে পদ্মায় মাছ ধর’তে যাই। নদীতে কয়েকবার জাল ‘ফেলে হতাশ হই।’ পরে সকা’ল ৭টার দিকে আবার’ জাল ফেললে ৮টার দিকে জালে’ জোরে একটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে’ পারি বড় কোনো মাছ জা’লে আটকা পড়েছে। প’রে জাল তুলে ‘দেখি বড় ‘একটি বাগাড় মা’ছ।
শাকিল-সোহা’ন মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজা’হান শেখ বলেন, পদ্মার বাগাড় ‘মাছ এক হাজার ২০০ টাকা কেজি’ দরে মাছটি কিনে ‘একটু লাভে বি’ক্রি করে দিয়েছি’।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন বড় বড় বাগাড় মাছ ধরা পড়ছে।