আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আগা’মী ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃ’হে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। এরই ম’ধ্যে সিনেমাটির মুক্তি’র সংবাদ সাড়া ফেলে’ছে সারা দেশে। কান চলচ্চিত্র উৎসবে প্ৰ’তিযোগিতা বিভাগে প্রথমবারের মতো নির্বাচিত বাং’লাদেশি সিনেমা হওয়ায় ‘রেহা’না মরিয়ম নূর’ প্রেক্ষা’গৃহে গিয়ে দেখার আগ্রহ অনেক সি’নেমাপ্রেমীর। রেহানা মরিয়ম নূর, এই নামটার আ’ড়ালে যে মানুষটার ছবি ‘সহজে দৃশ্যমাণ হয় তিনি আ’জমেরি হক বাঁধন।
এই অভিনে’ত্রীর এখন বলার মতো অনেক গ’ল্প, কিংবা তাকে নিয়েই এখন অ’নেক গল্প। গল্পের বাইরে আবা’র উপস্থিত হয় নানা গসি’পও। তার সাফল্যের পেছ’নে রয়েছে হাসি, কান্না, আ’নন্দ-বেদনা।
দেশের প্রেক্ষা’গৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি উপলক্ষ্যে সম্প্রতি ‘আয়োজিত এক আড্ডায় ‘বাঁধনের কাছে জানতে চা’ওয়া হয়েছিল, ‘তিনি প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছে’ন কী না? একগাল হেসে বাঁধনের উত্তর, ‘আমি যে মা’নসিক অবস্থায় আছি, সেখান থে’কে আমার জন্য এ’টা কঠি’ন। আমাকে নিতে পারাও আ’মাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের ‘জন্য কঠিন হবে’।’
বাঁধনের এমন ‘উত্তরে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে’, তাহলে কি দেশের বাইরের কাউকে’ বিয়ে করবেন? ‘বাঁধনের ভাষ্য,’ ‘এখন আমি কাজে ফোকাস করতে চাই’। আমার মনে হয়, আমি জীবনই শুরু করে’ছি মাত্র চার বছর হলো। ৩’৪ বছর বয়স থে’কে জীবনটা শুরু হয়ে’ছে, এখন আমার ৩৮।’
এর আগে দেয়া সাক্ষাৎকারে বাঁধন তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি আর ‘আমার মেয়ে’ ভালো আছি। আর ‘আপনি তো জা’নেন যে আমার বাবা-মায়ের বাসা’য় থাকি আমি। ‘আমার বাবা-মা দুজনেই ভালো ‘আছেন। এইতো এভাবেই চলছে। ‘এখন আসলে নিজে’র উপরে ফোকাস ‘করছি। নিজেকে ভালোবাসার চেষ্টা করছি। নিজে’র ব্যাপারে যত্ন নেওয়ারও চে’ষ্টা করছি। এটাই এখন বেশি কা’জে দিচ্ছে। নিজেকে সময় ‘দিতে চাচ্ছি। ‘এইতো জীবন।’
প্রসঙ্গত, নেট’ফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফি’য়া’ সিনেমার সাত দিনের’ শুট করে দেশে ফিরেছেন বাঁধন’। একটি গু’রুত্বপুর্ণ চরিত্রে রুপদান করতে ক্যামে’রার সামনে দাঁড়িয়েছেন তিনি। বলিউ’ডের খ্যাতিমান পরিচা’লক বিশাল ভরদ্বাজের ‘সিনেমাটিতে এখনও ‘তিন দিনের শুট বা’কি এই অভিনেত্রীর। আগামী ‘ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে বা’কি অংশের দৃশ্য’ধারণ ক’রা হবে।