জেএসসি-জেডিসিতে ‘অটো পাস’

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চল’তি বছরের জুনিয়র স্কুল সার্টি’ফিকেট (জেএসসি) ও জুনি’য়র দাখিল সার্টিফি’কেট (জেডি’সি) পরী’ক্ষাও হবে না। অষ্টম শ্রে’ণির শিক্ষা’র্থীদের বার্ষিক পরী’ক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তি’তে মূল্যায়ন করে নবম শ্রে’ণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে ‘আন্তঃশিক্ষা শিক্ষা’ বোর্ড ‘সমন্ব’য় সাব-কমি’টি।

মঙ্গল’বার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড’ সমন্বয় সাব-কমিটির স’ভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডে’র চেয়ারম্যান অধ্যাপ’ক নেহাল আহমে’দ স্বাক্ষ’রিত এক বিজ্ঞপ্তিতে’ এ তথ্য জানা’নো হয়ে’ছে।

এতে বলা হয়েছে, করোনাভা’ইরাস সংক্রমণের সার্বি’ক পরি’স্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্য’ক্রম বিবেচনায় ২০২১ সালে’র জেএসসি’ পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধা’ন্ত হয়েছে। এ অবস্থায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক’ পরীক্ষা ও অ্যাসাইনমেন্টে’র ভিত্তিতে শিক্ষার্থীদের ‘মূল্যায়ন করে নবম শ্রেণিতে ‘উত্তীর্ণ করার নির্দেশ ‘প্রদান ক’রা হয়েছে।

২০২১ সালের জেএস’সি পরীক্ষার্থীদের স্ব স্ব প্র’তিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ‘ও অ্যাসাইনমেন্ট মূল্যা’য়ন করে এর ফলাফলের ভিত্তি’তে বোর্ড থেকে’ উত্তীর্ণ সনদ দেওয়া হবে।

এজন্য আগামী ৬ ‘থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি’ পরীক্ষার্থীদের ফরম পূর’ণ করতে নির্দেশনা’ দিয়েছে আ’ন্তঃশিক্ষা ‘বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *