‘লাল মোরগের ঝুঁটি’
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মুক্তিযু’দ্ধের গল্পে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনে’মাটির শুটিং শুরু হয়েছিল ‘২০১৬ সালে। পরিচালনার’ পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি ‘ও চিত্র’নাট্য রচনা করেছেন আ’তিক। অনুদান পাওয়ার টানা ৬ ব’ছর পর অবশেষে মুক্তির মিছিলে নাম ‘লেখালো চলচ্চিত্র ‘লাল ‘মোরগের ঝুঁটি’। ‘রবিবার (৭ নভেম্বর) সেন্সর বোর্ডের ছা’ড়পত্র পেয়েছে সিনেমাটি। এখন ‘শুধু মাক্তির অ’পেক্ষা।
নির্মাতা নূরু’ল আলম আতিক বলে’ন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতি’ক্ষার অবসান ঘটতে ‘যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি ‘মানুষকে দেখাতে’ চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘এটা আমাদে’র নিবে’দন।’
‘কয়লা’র জন্য মাঠে নামছেন অপু-বুবলী‘কয়’লা’র জন্য মাঠে নামছেন অপু-বুবলী ডিসেম্বরের প্রথ’ম সপ্তাহে সিনেমাটি মুক্তি’র পরিকল্পনা ‘রয়েছে বলেও জানান নূরু’ল আলম আ’তিক।
পাণ্ডলিপি কার’খানার ব্যানারে নির্মি’ত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনে’মাটির বিভিন্ন চরিত্রে অ’ভিনয় করেছেন লায়লা’ হাসান, জ্যোতিকা জ্যো’তি, আহমেদ রুবেল, ‘ভাবনা, আশীষ খন্দকার, জয়রাজ, ই’লোরা গওহর, দিলরুবা দোয়ে’ল, স্বাগতা, শাহজাহান সম্রাট’ প্র’মুখ।