চ্যালেঞ্জিং স্কোর গড়ল পাকিস্তান
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: টি-টোয়ে’ন্টি বিশ্বকাপের দ্বিতীয় সে’মিফাইনালে অস্ট্রেলিয়ার মু’খোমুখি হয় পাকিস্তান। বৃহস্প’তিবার (১১ নভেম্বর) দুবাইতে ট’স হেরে ব্যাট ক’রতে নেমে অস্ট্রেলি’য়াকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। দুই ওপেনার ‘মোহাম্মদ রিজওয়ান ও বা’বর আজম শুরুটা দারুণ ক’রে।
পাওয়ার প্লের ‘ছয় ওভারে মেন ইন গ্রীনের স্কোর বোর্ডে জমা প’ড়ে বিনা উইকেটে ৪৭ রান। বা’বর ৩৯ রান করে অ্যাডাম জাম্পার বলে আ’উট হলেও এক পা’শে নিজের ব্যাটিং ঝলক দেখাতে থাকেন রি’জওয়ান।’
ইন ফ’র্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ৫২ ‘বলে ৬৭ রান করে মিচে’ল স্টার্কের বলে আউট হয়ে ‘ড্রেসিংরুমে ফেরেন। চার’ নাম্বারে নামা আ’সিফ আলির ব্যাট আজ জ্ব’লে ওঠতে পারেনি। শেষদিকে ফখর জামানের অপরাজিত ৩২ ব’লে ৫৫ রানে নির্ধারি’ত ২০ ওভারে ১৭৬ রান করে বা’বর আজ’মের দল।
ব’ল হাতে ৪ ওভারে ৩৮ রান দিয়ে’ নেন ২ উইকে’ট।