দাম বাড়ছে না পেট্রোল-অকটেনের
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ডিজে’লের দাম বা’ড়লেও পেট্রোল-অকটেনের দাম ‘বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনি’জ সম্পদ বিভাগের সিনিয়র ‘সচিব আনিছুর ‘রহমান।
বৃহস্প’তিবার (১১ নভেম্বর) ফোরাম ফর এনার্জি রিপো’র্টার্স বাংলাদেশের (এফইআরবি) ‘আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তি’নি একথা ব’লেন।
আনিছুর রহ’মান বলেন, ডিজেলের পর পেট্রো’ল-অকটেনের দাম ‘বাড়ানোর প্রক্রিয়ার কথা সঠিক না’। পেট্রোল পুরোটা’ই দেশীয় পণ্য আর’ সামান্য অ’কটেন আমদানি ক’রা হ’য়।
তিনি আরও বলেন, আম’রা কিছু মিডিয়ায় এমন খবর দেখেছি। এ’সব খবরের কোনো সত্যতা নেই।’ সে কারণে গণবি’জ্ঞপ্তি প্রকাশের সি’দ্ধান্ত হয়েছে, বাং’লাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চে’য়ারম্যান এ বিষয়ে কাজ’ কর’ছে।