দেশের বাজারে তেলের দাম বাড়ছেই
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সম্প্র’তি ডিজেল ও কেরোসিনের দাম বিশ্ববাজারে ঊর্ধ্ব’গতির অজুহাতে দেশের বাজারে লি’টারে ১৫ টাকা বাড়ানো হয়ে’ছে। এখন বিশ্ব’বাজারে ভোজ্য তেলের দাম’ কমলেও দেশের বাজারে উ’ল্টো বাড়ছে।
বিশ্ব বাজারে প্রতি মণ পা’ম অয়েলের দাম ৩০৯ টাকা’ টাকা কমলেও দেশের বাজা’রে উল্টো ৪৫’০ টাকা বেড়েছে।
বর্তমানে খাতুনগঞ্জে প্রতি মণ সয়াবিন বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৬০ টাকা। যা এক সপ্তাহ আগে ৫ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।
খাতুনগঞ্জের ভোজ্য’ তেল ব্যবসায়ী মেসার্স ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী ‘আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববাজারে গ’ত এক সপ্তাহে ‘ভোজ্য তেলে’র দাম ৩০০-৪০০ টাকা কমেছে’। দেশের বাজারে উল্টো দাম ‘বেড়েছে।’ মূলত আমদানিকারক ও পাই’কারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসা’জিতে লোকাল ট্রেডের কার’ণে পণ্যটির বাজার আ’বারও অস্থির হয়েছে’।
ট্রেডিংইকোনোমি’কস ডটকমের তথ্যমতে, গত ৩ নভেম্বর বি’শ্ববাজারে প্রতি টন পাম অয়েল ১ লাখ ৫ ‘হাজার ৯৬৬ দশমিক ০৪ টাকায় ‘বিক্রি হয়েছে। টনপ্রতি ১০ হাজা’র টাকা খরচ যোগ করে প্রতি মণ পাম ‘অয়েলের ক্রয়মূল্য দাঁড়ায় ৪ হাজার ৯’৭৯ টাকা।
এক সপ্তাহ পর, মঙ্গলবা’র টনে ৭ হাজার ১০৭ দশমিক ৯৪ টাকা কমে বিশ্ববা’জারে প্রতিটন পাম অয়েল বিক্রি ‘হয়েছে ৯৭ হাজার ৮’৫৮ দশমিক ১১ টাকায়। সেই হিসেবে গত’এক সপ্তাহে মণপ্রতি পাম অয়েলের দাম কমেছে ৩০৯ টাকা’। কিন্তু দেশের বাজারে পণ্য’টির দাম না ‘কমে উ’ল্টো ৪৫০ টাকা পর্যন্ত ‘বেড়েছে’।