পরীমণির ‘মুখোশ’ সারাদেশে ছড়িয়ে দেবে কপ ক্রিয়েশন

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত নতুন সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি দেশব্যাপী পরিবেশনার জন্য এগিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। যেটার অন্যতম দায়িত্বে আছেন পুলিশ কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা সানী সানোয়ার।

বুধ’বার (১০ নভেম্বর) রাতে কপ ক্রিয়েশনে’র পরিবেশনা ম্যানেজিং পার্টনার মা’শফিকুর রহমান ও’ ইফতেখার শুভ’র মধ্যে ‘চুক্তি স্বাক্ষরিত হয়’। সে সময় উ’পস্থিত ছিলেন কপ ক্রিয়েশনে’র সানী সানোয়ার’ও।

এ প্রসঙ্গে’ পরিচালক ইফতেখার শুভ বলেন, ”’কপ ক্রিয়েশনের মতো প্র’ডাকশন হাউজ ‘মুখোশ’ পরিবে’শনার দায়িত্ব নিয়ে’ছে, এটা আমা’র জন্য খুব আনন্দের। এ ‘জন্য ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্স’ট্রিম’-এর অন্যতম প্রযোজক ‘সানী সানোয়ার ভাই’কে ধন্যবাদ জানাই’। আশা করি আম’রা যৌথভাবে স’কল দর্শকের কাছে খুব সহজে ‘মু’খোশ’ পৌঁছে ‘দিতে ‘পারব।”

এ চুক্তি নিয়ে ‘সানী সানোয়ার বলেন, ‘‘তৈ’রিকৃত মানসম্পন্ন সিনেমার যথাযথ পরি’বেশনা নিশ্চিত করার ‘সংকল্প নিয়ে কপ ক্রি’য়েশন অভি’জ্ঞতা সম্পন্ন একদল পেশা’দার লোকের সমন্বয়ে পরিবেশনায় যুক্ত হ’য়েছে। এক্ষেত্রে ‘মুখোশ’ ‘সিনেমাটি আমাদে’র ইন-হাউজ সিনেমার বা’ইরে প্রথ’ম সিনেমা। আশা ‘করছি সিনেমাটি আশানুরূপ’ ফলাফল পাবে।”’

আ’গামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ‘মি’শন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে’ আত্মপ্রকাশ কর’বে কপ ক্রিয়েশন। ত’বে কেবল নিজেদে’র সিনেমা নয়, অন্যান্য নির্মাতা-প্রযোজ’কের সিনেমার স্বার্থেও কাজ কর’বেন তারা। সেই লক্ষ্যেই পরীমণির’ সিনেমাটির সঙ্গে যু’ক্ত হয়েছেন’।

 

২ thoughts on “পরীমণির ‘মুখোশ’ সারাদেশে ছড়িয়ে দেবে কপ ক্রিয়েশন

  • নভেম্বর ১৭, ২০২২ at ১২:০৬ পূর্বাহ্ণ
    Permalink

    lasix contraindications From the roots, several classes of compounds have been identified and they included quassinoids, canthin 6 one alkaloids, ОІ carboline alkaloids, tirucallane type triterpenes, squalene derivatives and biphenylneolignans

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *