“শ্রাবন্তীর পাশেই আছি”
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ভারতী’য় জনতা পার্টি (বিজে’পি) থেকে পদত্যাগ করেছেন’ টালিউড অভিনেত্রী শ্রাব’ন্তী চট্টোপাধ্যায়। অপরদিকে’ নুসরাত জাহা’ন ২০১৯ সা’ল থেকে তৃণমূলের সং’সদ সদস্য। দুইজন বিপ’রীত ধারার রাজনীতি কর’লেও নিজেরা ভালো’ বন্ধু।
বিজেপি ছাড়া’র খবর জানিয়ে শ্রাবন্তী টুইট করে লে’খেন, সব সম্পর্ক ছিন্ন ‘করলাম বিজেপির স’ঙ্গে। গত বিধানসভা’ নির্বাচনে এই’ দলে’র হয়ে নির্বাচনে লড়াই ক’রেছি আমি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরি’ক নয়। বাংলার জন্য ‘কাজের মনোভাবের অভা’ব রয়েছে তাদে’র।
বৃহস্পতিবার একটি রেডি’ও চ্যানেলের ইউটিউব টক শো— ‘ইশক উইথ ‘নুসরাত’-এর আনুষ্ঠানিক ঘোষণায় শ্রাবন্তী’কে নিয়ে মুখ খু’ললেন নুসরাত’। খবর আনন্দ’বাজার পত্রিকার।
নুসরাত বলেন, শ্রাব’ন্তী আমার বন্ধু। খুব ভালো বন্ধু।’ যা সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ওকে অ’নেক অভিনন্দন এবং’ শুভেচ্ছা। শ্রাবন্তী তৃ’ণমূল করুক বা বিজেপি, কো’নো ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়ি’তে এসে আমার সঙ্গে পার্টি করু’ক— ওর পাশে আ’মি সব সময় ‘আছি।’
শ্রাবন্তীর রাজনৈ’তিক সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে ‘চাইলেন না তৃণমূলে’র এ সংসদ ‘সদস্য।
১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভো’টে হেরে যান তিনি। এরপর থে’কে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়’ছিল এ অভিনেত্রীর। অবশে’ষে দল ছেড়ে দি’লেন শ্রা’বন্তী।