এসএসসি পরীক্ষা : প্রথম দিনে অনুপস্থিত ৩১২
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ময়ম’নসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার’ প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩’১২ জন পরীক্ষার্থী। ওইদিন’ পদার্থ বিজ্ঞানের প্রথমপত্রের’ পরী’ক্ষা হয়।
রোববার (১৪ নভে’ম্বর) বিকেলে ময়মনসিংহ শিক্ষা বো’র্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী’ হাসান কামাল এ তথ্য নি’শ্চিত করেছেন। একই ‘দিন সকাল ১০টা থেকে পরী’ক্ষা শুরু হয়ে চলে সকাল সা’ড়ে ১১টা পর্যন্ত।
বোর্ডের চেয়ারম্যা’ন প্রফেসর ড.গাজী হাসান কামাল বলেন’, সারাদেশের ন্যায় ময়ম’নসিংহেও এসএসসি পরী’ক্ষা শুরু হয়েছে। ‘এবারের এসএসসি পরীক্ষা’য় বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৯৭২ ‘জন শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে’ ছেলে ৬৫ হাজার ১৯০ জন এবং মেয়ে ৬৭ হা’জার ৭৮২ জন। প্রতিটি কেন্দ্রে ‘হ্যান্ড স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধো’য়ার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক দূর’ত্ব বজায় রেখে’ শি’ক্ষার্থীদের ব’সানো হয়।
তিনি আরও বলেন, প্রথমদিনে’র পদার্থ বিজ্ঞান’ পরীক্ষায় ৪০ হাজা’র ১৯৮ জন’ শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৮৮’৬ জন অংশগ্রহণ করে’ন। ৩১২ জন পরীক্ষার্থী অনুপস্থি’ত ছিলেন। তবে ওইদিন কোনো পরীক্ষার্থী বহি’ষ্কার হননি’।