বোনের পর ভাইয়ের মৃত্যু
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বরিশা’লের আগৈলঝাড়ায় প্রায় একঘণ্টার ব্যব’ধানে ভাই-বোনের মৃত্যুর খবর পাও’য়া গেছে। শনিবার (১৩ নভে’ম্বর) গভীর রাতে গৈ’লা ইউনিয়’নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘শনিবার (১৩ নভেম্বর) শেষ বিকেলে ও’ই ইউনিয়নের দক্ষিণ শিহিপা’শা গ্রামের রাহিমুন বিবি (৬৫’) বার্ধক্যজনিত কার’ণে স্বামীর বাড়ি’তে ইন্তেকাল করেন।
রাহিমুন বিবির ছে’লে মাহাবুব হোসেন বলেন, আমার ‘মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগ’ছিলেন। দীর্ঘদিন ধরে শ’য্যাশায়ী ছিলেন। শনি’বার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দি’কে শেষ নিঃশ্বাস ত্যাগ করে’ন। বিষয়টি ফোনে আত্মীয়-‘স্বজনদের জানানো হয়। ঘণ্টাখানে’ক পর খবর পাই’ আমার মামা’ আব্দুল খাদেম ‘মোল্লাও মারা ‘গেছেন।
আব্দুল খাদে’ম মোল্লার ছেলে আজিজুল মোল্লা জানান, অ’নেক দিন ধরে আমার বাবা ও আমা’র ফুফু অসুস্থ ছিলে’ন। শনিবার (১৩ নভেম্বর’) বিকে’লে আমার ফুফু রাহিমুন বিবি প্র’থমে মারা যায়। ফুফুর মৃত্যুর এক’ঘণ্টা পর আমার বা’বা আব্দুল খাদেম ‘মোল্লা মারা’ যান।