এখনও পলাতক সিলেটের লেডি বাইকার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ছেলে মুসলিম’, মেয়ে হিন্দু প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। ‘সবশেষ মাদক মামলায় পলা’তক সিলেটের লেডি বাইকার রিয়া। আ’র গ্রেপ্তার’ হয়ে বর্তমানে জেলে’ আছেন রিয়ার প্রে’মিক আরমান ‘সামী।
প্রেমিক আর’মান সামীর মা-বাবার দাবি, লেডি বাইকা’র রিয়া প্রেমের ফাঁদে ফেলে মাদ’ক দিয়ে গ্রেপ্তার করিয়েছে’ তাদের ছেলেকে। অপরদি’কে রিয়ার পরিবারের অভিযো’গ মিথ্যা প্রেমের সম্পর্ক তৈরি করে ফাঁসা’নো হয়েছে তাদের মেয়ে’কে।
পুলিশ বলছে, মামলা’র তদন্ত শেষ হলে জানা যাবে বিস্তারিত কা’হিনী। রিয়া রায় নিজেকে সিলেটের ফা’র্স্ট লেডি বাইকার ‘হিসেবে দাবি ক’রেন। মাথায় হেলমেট, চোখে র’ঙ্গিন চশমা পরে বিলাসবহুল মোটরবাইক নিয়ে ‘সিলেট নগরীর অলি’গলিসহ রাজপথে ‘দেখা মিলতো।
এছাড়া, ফেসবুক,’ ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে রিয়ার ‘জনপ্রিয়তা শীর্ষ অবস্থানে। এ জন্য খু’ব অল্প সময়ের ব্যবধানে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে’ ব্যাপক পরিচিতি পা’ন রিয়া।
পুলিশের তথ্য’মতে, চলতি মাসের ৭ নভেম্বর সি’লেট নগরীর এয়ারপোর্ট এলাকা’ থেকে মাদকসহ গ্রেপ্তার হন রিয়ার ‘প্রেমিক।ওই ঘট’নায় আরমান সামীকে প্রধান আসামি করে রি’য়াসহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য আইনে’ মামলা করে সি’লেট বিমানবন্ধর’ থানা পুলিশ।
মামলার এজহারে বলা হয়, ৫০০ মিলি গ্রাম মদ, ১০ পিস ইয়াবা আর দুই পেকেট গাঁজাসহ গ্রেপ্তার করার পর প্রেমিক সামী জানায় তার সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে সে।
সামীর মা-বাবা আরটিভি নিউজকে বলেন, টিকটকে একসঙ্গে ভিডিও তৈরি করতো সামী এবং রিয়া। আর সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। তবে রিয়া হিন্ধু ধর্মের এ জন্য সামীকে প্রেমের সম্পর্ক ভেঙ্গে দেওয়ার পরামর্শ দিয়েছিল পরিবার।
সিলেট মেট্রপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দাশ আরটিভি নিউজকে জানিয়েছেন, ইতোমধ্যে রিয়াকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।