গুলশানে বিবস্ত্র হয়ে চুরি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীর অভি’জাত এলাকা গুলশানে ‘রাতে পাগল সেজে বিবস্ত্র হয়ে চুরি ক’রেন- এমন একটি চোর’চক্রের চারজনকে ‘গ্রেপ্তার করেছে ‘পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) ময়’মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা এলাকা এবং গা’জীপুর মহানগরের গাছা থানা এ’লাকায় অভিযান চালি’য়ে তাদেরকে’ গ্রেপ্তার করা হয়। তাদে’র কাছ থেকে ১২টি ল্যাপটপ উদ্ধার ‘করা হ’য়েছে।
গ্রেফতাকৃত’রা হলেন- নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল’ ইসলাম ওরফে রউ’ফ ও খোকন ম’ল্লিক।
গুলশান থানার ও’সি মো. আবুল হাসান বলেন, গত ৯ নভেম্বর রাতে’ গুলশান এলাকায় ‘ব্র্যাক আইটি সার্ভিসেস’ লিমিটেডের ৩২’টি ল্যাপট’প চুরি হয়। এ ঘটনায় ‘গুলশান থানায় চু’রি মামলা দা’য়ের করা ‘হয়।
মামলার ত’দন্তের বিষয়ে তিনি বলেন, ঘটনা’স্থলের আশপাশে’র সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা’ হয়। ফুটেজে দেখা গেছে’, পাগল সেজে বি’বস্ত্র হয়ে তারা ওই ল্যাবে’ ঢোকে এবং একজন আরে’কজনের হাতে ল্যাপটপগুলো’ বের করে দিচ্ছে। প’রবর্তী সময়ে বিভি’ন্ন তথ্য উপাত্ত ‘বিশ্লেষণ’ করে গ্রেফতারকৃতদে’ অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তা’র ক’রা হয়।
গ্রেফতারকৃত’দের বরাতে পুলিশের এই কর্মক’র্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জানা গেছে তারা দীর্ঘ’দিন ধরে গুলশান, বনানী’, গাজীপুরে’র গাছা এবং টঙ্গী প’শ্চিম থানা এলাকায় চুরি করে জী’বিকা নির্বাহ করে ‘আসছে।
গুলশান থানার ‘মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রের’ণ করা হয়েছে ব’লেও জানান’ তিনি।