বস্তিতে টিকাদান শুরু কাল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বস্তি এলাকা’য় করোনার টিকাদা’ন কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। মঙ্গ’লবার (১৬ নভেম্বর) রাজধানীর’ কড়াইল বস্তিবাসীদের’ টিকা দেওয়ার মাধ্যমে এ কর্ম’সূচি উদ্বোধ’ন করা হবে।
সোম’বার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর ‘বাংলাদেশ কলেজ অ’ব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (‘বিসিপিএস) প্রাঙ্গণে এক’ অনুষ্ঠানে এ তথ্য জানা’ন স্বাস্থ্য ও পরিবার ক’ল্যাণমন্ত্রী জাহিদ মালে’ক।
সবাইকে টিকা’র আওতায় আনা হবে উল্লেখ করে তি’নি বলেন, মঙ্গলবার থেকে আনু’ষ্ঠানিকভাবে বস্তিতে টিকা’দান কর্মসূচি শু’রু হচ্ছে। ‘রাজধা’নীর কড়াইল ব’স্তিতে তিন লাখের মতো মানুষ’ রয়েছেন। তাদের’কে টিকা দেওয়া’ হবে কা’ল।
পর্যায়’ক্রমে অন্য সব ‘বস্তিতেও দেওয়া ‘হবে বলেও জা’নান তি’নি।
Regulatory Mechanisms in Breast Cancer clomid side effects Also, some people started getting routine lab tests such as blood tests done at another facility so that visits to the infusion center could be shorter
Topic Hemorrhoids doxycycline dosage for uti how many days Cabergoline and pramipexole are both anti prolactin drugs and pretty much interchangeable
Tecentriq atezolizumb checkpoint inhibitor when combined with Abraxane in women with advanced TNBC produced an anti cancer response in 71 of patients merck stromectol
He was ahead of the news curve and sometimes frighteningly prescient lasix india