মহাসড়কেই সন্তান প্রসব
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ফেনী’র বেসরকারি একটি হা’সপাতালে প্রসব বেদনা দিয়ে’ ভর্তি হয়েছিল সাজেদা ‘আক্তার (২৭)। ডাক্তাররা ডেলি’ভারি ঝুঁকিপূর্ণ হওয়া’র তাকে চট্টগ্রাম মেডিকেল ‘কলেজ হাসপাতালে রেফার্ড ক’রেন। কিন্তু পথিমধ্যে’ প্রসব বে’দনা শুরু হ’য়।
বিষয়টি সীতা’কুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দি’ন রাশেদকে ফোনে ‘জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ‘কমপ্লেক্সের সামনে ‘গাড়ি থা’মিয়ে ডেলিভারি স’ম্পন্ন করেন।
গতকাল রো’ববার (১৪ নভেম্বর) বিকেল ‘৩টার সময় ডেলিভারি সম্পন্ন হয়। ‘সাজেদা বেগমের ‘স্বামীর নাম মোহাম্মদ ইব্রা’হিম। তিনি ‘ফেনী স’দর এলাকায় আরসা’দিয়া এলাকার ‘বাসি’ন্দা।
ডেলিভারি স’ম্পন্ন করেন সীতাকুণ্ড স্বাস্থ্য কম’প্লেক্স মেডিকেল অফিসার ডা. ‘উম্মে হানি। এস এ সি এম ‘ও শীপন, মিডওয়া’ইফ রাফিন, ‘এস. এস. এন নার্সিং সুপারভা’ইজার হোসনে আরা বে’গমসহ আয়া নু’রজাহান।
সীতাকুণ্ড উপজে’লা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রা’শেদ বলেন, হাসপাতালের সামনে ‘অ্যাম্বুলে’ন্সে ডেলিভারি সম্প’ন্ন করা হয়। ‘আল্লাহর ‘রহমতে বাচ্চা ও’ মা সুস্থ আছে।”