রিকশাচালকের এমন সততায় বিস্ময় পুলিশ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কুড়িয়ে পাওয়া লা’খ টাকা দামের একটি ‘আইফোন পুলিশের মাধ্য’মে মালিককে ফেরত দি’য়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজ’শাহী মহানগরীর রিকশাচালক মো. আ’তোয়ার। অসৎদের ভিড়ে রিকশাচা’লকের এমন সততায় বিস্ম’য় জাগিয়েছে পুলিশ সদ’স্য’দের মাঝেও।
গত রোববার (১৪ নভেম্বর) আইফো’ন-১১ মডেলের দামি ফোনটি তিনি’ নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জ’মা দেন। সোমবার (১৫’ নভেম্বর) দুপুরে উপযুক্ত প্রমা’ণ সাপেক্ষে সাইবার ক্রাইম ইউনিট ফোনটির মালিক ডা. ‘মো. ফাহাদ ইবনে মাহাফু’জের নিকট হস্তান্ত’র করেন।
রিকশাচালক মো. আতোয়া’র বলেন, গত ১০ নভেম্বর’ সন্ধ্যায় মোবাইল ফোনটি শহরের’ নিউমার্কেট এলাকায় কুড়ি’য়ে পাই। কিন্তু তাৎক্ষণিকভাবে আমি সেখানে মালিককে খোঁজাখু’জি করেও পাইনি। শেষ প’র্যন্ত মালিককে খুঁজে না পাওয়ায় নগর পুলি’শের নিকট মোবা’ইলটি জমা ‘দেই।
বিষয়টি নিশ্চিত করে সাইবা”র ক্রাইম ইউনিটের ইনচার্জ উৎপল কুমার আরটিভি নিউ’জকে বলেন, ওই রিকশাচা’লক মোবাইল ফো’নটি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জমা দিলে তাৎক্ষ’ণিকভাবে এ নিয়ে ফেসবুকসহ সামাজিক’ যোগাযোগমাধ্যমে বিষয়টি ছ’ড়িয়ে দেওয়া হয়। অব’শেষে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ‘মোবাইলটির প্রকৃত মালিক ‘ডা. মো. ফাহাদ ইবনে মাহাফু’জের নিকট হস্তান্ত’র করা হয়।