বাড়তি ভাড়া আদায় করে জরিমানা গুনলো ৩৪২ বাস
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩৪২টি বাস ও মিনিবাসকে ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত এসব বাসের জরিমানা করে।
জরিমানা করা ৩৪২টি বাস ও মিনিবাসের মধ্যে ২৮১টি ডিজেল ও ৬১টি সিএনজিচালিত। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে এবং ২ দালালকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।