২০৩১ বিশ্বকাপে যৌথ আয়োজক হচ্ছে বাংলাদেশ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আগা’মী দশ বছরের জন্য আ’ন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আ’ইসিসি) ছেলেদের ইভেন্টের সূচি ঘোষণা ক’রেছে। যেখানে ২০৩১ সালে ‘ওয়ানডে বিশ্বকাপে ভার’তের সঙ্গে যৌথ আয়োজক হি’সেবে রয়েছে বাংলাদে’শের নাম।
মঙ্গল’বার (১৬ নভেম্বর) আইসিসি নি’জেদের টুইটারে ‘এই সূচি পোস্ট ‘করে।
ঘোষণা’ করা সূচিতে ২০২৪ সালের টি-টেয়েন্টি বিশ্ব’কাপ যৌথভাবে আয়োজক হবে ওয়েস্ট’ ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২’০২৫ চ্যাম্পিয়ন’শিপের একক আয়োজক হতে’ চলেছে পাকি’স্তান।