বিশ্বকাপে পা রাখল নেদারল্যান্ডস
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নরওয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।
স্তাদিও ফিজেনর্দে পুরো খেলায়, বাছাইপর্বের উদ্যমী নরওয়ের দেখা মেলেনি। যদিও প্রথমার্ধ ছিল গোলশূণ্য। ৮৪ মিনিটে গ্রোনেভেল্দের পাস থেকে নেদারল্যান্ডসকে লিড এনে দেন বেরগুইন।
আর ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করে জি গ্রুপের শীর্ষস স্থান নিশ্চিত করেন মেমফিস ডিপে।
অন্যম্যাচে মন্টিনেগ্রোকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে তুরস্ক।
এতে প্লে-অফে সুযোগ পাচ্ছে তুর্কিরা। শেষ দিনে প্লে-অফ নিশ্চিত করেছে ওয়েলস ও ইউক্রেনও।
body building forum clomid Ductal lavage is an inefficient method of biomarker measurement in high risk women
However, I think most of them used subjects just out or still in puberty, so they had not had it for 10 years or 20 years in my case where to buy stromectol without prescription