গায়িকার মাথায় ঢেলে দিলেন বালতি ভর্তি টাকা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: প্রায়ই প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের পাগলামীর কোনো শেষ থাকে না। তাদের নানা রকম উন্মাদনাই দেখা যায়। সম্প্রতি গান পরিবেশন করতে গিয়ে তেমনই এক ভক্তের দেখা পেলেন গায়িকা উর্বশী রাড্ডিয়া।
করোনা মহামারির পর আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। শিল্পীরাও ধীরে ধীরে মঞ্চে গান পরিবেশন শুরু করেছেন। তেমনই এক কনসার্টে গান গাইছিলেন জনপ্রিয় গুজরাটি শিল্পী উর্বশী। আর প্রিয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে তার মাথায় বালতি ভর্তি টাকা ঢালতে শুরু করেন এক ভক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন উর্বশী। আর এক ভক্ত বালতিতে করে টাকা তার মাথায় ঢেলে দিচ্ছেন। শুধু তাই নয়, আবার তাকে কয়েকজন টাকাও ছুড়ে দিচ্ছেন। বিষয়টিতে ভীষণ অবাক হন এই শিল্পী। তবে গান পরিবেশন চালিয়ে যান।
জানা গেছে, অনুষ্ঠানে গিয়ে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি উর্বশীর কাছে নতুন নয়। অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে সেটি কোনো দুস্থ মেয়ের বিয়েতে দান করেন।
tepotinib will increase the level or effect of erythromycin ethylsuccinate by P glycoprotein MDR1 efflux transporter what is lasix used for in dogs
side effects of doxycycline hyclate 100mg However, our results also suggest that regardless of the identity of the circulating precursor found to enter the retina in radiation bone marrow chimeric mice, their phenotype and function came to resemble the endogenous microglia
said Hill, who had at least one other drop later in the first half before finishing the game with four catches for 86 yards stromectol side effects