বঙ্গবন্ধু সেতুতে রাত থেকে বাড়তি টোল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বৃহস্পতিবার’ রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতু’ পারাপার হতে বাড়তি টো’ল গুনতে হবে চালকদের। পরি’বহনের প্রকারভেদে ‘এ বাড়তি টোল আ’দায় শুরু করবে সেতু কর্তৃ’পক্ষ।
বৃহস্পতিবার (১৮ ন’ভেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের’ নির্বাহী প্রকৌশলী আহসানুল’ কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।