বাড়লো চালের দাম

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বাজারে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূলত এই দাম বেড়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে। তাই চালের দাম বেড়েছে।

বাজারে মিনিকেট, নাজির এবং আটাশ চালের দাম বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বড়েছে।

বিশেষজ্ঞরা বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এটি বছর শেষে আরও কমবে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে আনলে চালসহ সব সংকট থেকে সহজেই পরিত্রাণের পথ মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *