বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেশীয় টে’লিভিশনের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিয়ে ‘এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট ‘খেলেও সেই ঘটানাটি সামাল দিয়ে আবারও ঘুরে’ দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।’ নিয়মিত অভিনয় করছেন তিনি। মিডিয়া পা’ড়ায় গুঞ্জন উঠেছে, নতুন ক’রে ঘর বাঁধতে চলেছে’ন এই লাস্যময়ী অভিনেত্রী। সেই গুঞ্জনে পা’নি ঢেলে উচিত জবাব দিয়েছেন’ প্রভা।
শুক্রবার (১৯ নভেম্বর) ফেস’বুকে এক পোস্টে প্রভা লিখেছেন, ‘পাগলে’কিনা বলে আর (..)। অনলাইন বি’নোদন সাংবাদিকরা সা’ক্ষাৎকার না নিয়ে’ নিজের মনের মাধুরী মিশিয়ে ‘কি লিখে তাতে কি’ বা যায় আসে?’
গণমাধ্যমের কা’ছে তিনি দাবি করেছেন, বাগদানের খ’বরটি সত্যি নয়। প্রভার ভাষ্য, ‘এগু’লো ভিত্তিহীন খবর। প্রতি’দিনই কোনো না’ কোনো অনলাইন পোর্টালে আ’মাকে নিয়ে এমন খবর প্রকাশ ক’রে। এখন আর ওসব নিয়ে মাথা ঘা’মাই না। আগামী’তে বিয়ে করলে সবা’ইকে জানি’য়েই করবো।’
ব্যক্তিগত জীব’ন একেবারেই নিজের মতো করে আ’ড়ালে রাখেন প্রভা। স’বাই যখন সামাজিক মাধ্য’মে নিজেকে মেলে’ ধরেছেন এই স’ময়টাতে এসে তিনি ঠিক’ তার বিপরীত। নিজের ফেস’বুক অ্যাকাউন্টটিও রা’খেন প্রাইভে’সিতে।
মাঝে একবা’র গুঞ্জন উঠেছিল, ছোট পর্দার এক ত’রুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে’ জড়িয়েছেন প্রভা। যদিও প্রভা কিংবা’ ওই অভিনেতা’র পক্ষ থেকে এ গুঞ্জনের’ বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া এর’ আগেও একাধিক প্রেমের’ ‘গুঞ্জনকে উড়িয়ে’ দিয়েছিলেন তি’নি।
প্রভা প্রথম বি’য়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারু’ক অপূর্বকে। ২০১০ সালে তারা’ বিবাহবন্ধনে আবদ্ধ ‘হন। ‘কিন্তু এরপ’রই প্রাক্তন ‘প্রেমিক-বাগদত্তা রাজী’ব নামের এক যুবকের সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ফাঁ’স হয়। এ কারণে এক বছ’রের মাথায় অপূর্বর সঙ্গে ডি’ভোর্স হয়ে যায় তার।’
এর’পর ২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে’ বিয়ে করেন প্রভা। সেই সং’সার টিকেছিল ২০১৪’ সাল পর্যন্ত। কিন্তু ম’নের মতো মিল’ না হওয়ায় আলাদা হয়ে যা’ন প্রভা। এরপর থেকে একাই ছিলে’ন অভিনেত্রী। কিন্তু সেই’ স্বামীর সঙ্গে বিবাহ বি’চ্ছেদ হয়েছে ‘কি না তাও জানা যা’য়নি।
সম্প্রতি গায়িকা’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসু’মী ভৌমিকের গাও’য়া ‘আমি শুনেছি সেদি’ন তুমি’ গানটি ‘কভার করে ‘প্রশংসা কুড়ি’য়েছেন।