প্রশ্নফাঁস : বুয়েট শিক্ষক নিখিলকে অব্যাহতি

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সরকা’রি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ‘ঘটনায় বাংলাদেশ প্রকৌশ’ল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট’) বিভাগীয় প্রধান অধ্যাপক নিখিল’ রঞ্জন ধরকে সব দা’য়িত্ব থেকে অব্যা’হতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে’ উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে’ বুয়েট।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা’য় বিষয়টি নিশ্চিত করেছেন ‘বুয়েট উপাচার্য অধ্যাপক ড. ‘সত্য প্রসাদ মজুমদার’।

তিনি বলেন, তদন্ত’ কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ‘প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে’। অভিযোগ প্রমাণ হলে তার বি’রুদ্ধে আইনি’ ব্যবস্থা নেও’য়া হবে।

এর আগে প্রশ্নফাঁ’সের ঘটনায় আহসানউল্লাহ বিজ্ঞান ও’ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আ’টক ব্যক্তিদের দেওয়া তথ্যে বু’য়েটের শিক্ষক নি’খিল রঞ্জন ধরে’র নাম উঠে’ আ’সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *