বিদেশি মদসহ গ্রেফতার ৪

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চট্টগ্রামের সদরঘাট থানার পোস্ট অফিস গলি থেকে বিদেশি মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার দেশীয় মদ, সাড়ে ৮ লিটার বিদেশি মদ ও বিদেশি ওষুধ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার রঞ্জিত চৌধুরীর ছেলে উৎপল চৌধুরী (৩৫), ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম মটুরার সিরাজ মিয়ার ছেলে মো. মামুন (২৮), একই এলাকার বশির আহমদের ছেলে মো. তারেক (২৬) ও কর্ণফুলী থানার চরলক্ষ্যার মৃত আবদুল নুরের ছেলে মো. ফারুক (৩০)।

সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পোস্ট অফিস গলিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদ ও ওষুধসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *