থানায় শারীরিক হেনস্থার শিকার সায়নী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ত্রিপুরায় সায়নী ঘোষের লড়াই যে শেষ হচ্ছে না, জামিন পাওয়ার পরই তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূলের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। জামিন পাওয়ার কিছুক্ষণ পরেই সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এ ভাবে দমানো যাবে না।’’

সোমবার বিকেল পৌঁনে ৫টা নাগাদ সায়নীকে তোলা হয় আগরতলা আদালতে। আদালত সূত্রে খবর, পুলিশ সায়নীকে দু’দিনের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল। কিন্তু শুনানির পর বিচারক সেই চাওয়া খারিজ করে দেন। তার পরই আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘‘আদালতের প্রতি বিশ্বাস ছিল। এটা সত্যের জয়। যে পথে লড়াই করেছি, সেই পথেই লড়ব। মিথ্যা মামলা করে দমানো যাবে না।’’

তার সঙ্গে যোগ করেন, ‘‘আমাকে তো শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি। তার পর আমাকে অন্য একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।’’ এর পর সায়নীর বক্তব্য, ‘‘দিদির সঙ্গে রাতে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য করেছেন, তা মনে থাকবে। একই সঙ্গে বলব, এখানকার আমাদের দলের কর্মীরাও আমার জন্য সারাক্ষণ লড়াই করেছেন। আমরা এক ইঞ্চিও জমি ছাড়ছি না।’’

উল্লেখ্য, সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রবিবার পুলিশ বলেছিল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সেই সময় এক পথচারীকে ধাক্কা দেয় তার গাড়ি। এ ছাড়া সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল পুলিশ। এর পর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে গ্রেপ্তার করা হয়। সায়নীকে গ্রেপ্তার পর থেকে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে ত্রিপুরা তথা পুরো দেশের রাজনীতি। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন।

৪ thoughts on “থানায় শারীরিক হেনস্থার শিকার সায়নী

  • নভেম্বর ১৭, ২০২২ at ১১:২৯ অপরাহ্ণ
    Permalink

    can you buy stromectol over the counter Natural history studies have provided us with insights into endometrial carcinogenesis, despite the limitations imposed by the lack of population based screening data

    Reply
  • নভেম্বর ২০, ২০২২ at ৩:২৩ পূর্বাহ্ণ
    Permalink

    If Muse is causing low blood pressure or fainting, tell the prescribing healthcare provider doxycycline killed my dog levitra carvedilol warnings Investor outlook is wedged between expectations of ongoingvaluation support from central bank monetary policies on the onehand, but moderate prospects for economic and profit growth onthe other, Ric Spooner, chief market analyst at CMC Markets, said in a note

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *