আর্জেন্টিনার আকাশে বিরল মেঘে ছেয়ে গেল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: শরতের নীল আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলার মতো সাদা মেঘ দেখে সবাই অভ্যস্ত। কিন্তু আর্জেন্টিনার আকাশে অনেকটা ঘোলাটে তুলার বলের মতো মেঘ দেখে নেটিজেনরা একদম অবাক হয়ে গেছেন।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ডোবার কাসা গ্র্যান্ডের আকাশে ১৩ নভেম্বর ওই মেঘ দেখা যায়। নেটমাধ্যমে ছড়িয়ে পাওয়ার বিরল ওই মেঘ ম্যাম্যাটাস মেঘ নামে পরিচিত বলে ডেইলি মেইল জানিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাম্যাটাস মেঘ সবচেয়ে অনন্য এবং স্বতন্ত্র মেঘ। এই মেঘ এমনভাবে গঠিত যে একটি মেঘের গোড়া থেকে একের পর এক থলিসদৃশ মেঘ বের হয়। এই মেঘ থেকে সাধারণত বজ্রপাত হয়। এই মেঘ থেকে ভারি বৃষ্টি, বজ্রপাত এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।
এই মেঘের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই মেঘ দেখে মুগ্ধ হলেও, অনেকেই ভেবেছেন এই মেঘের জন্ম পৃথিবীর বাইরে।
বিরল এই মেঘ দেখা দেখে গেছে, চেরনোবিল থেকে ৬০ মাইল দূরে। ১৯৬৮ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় এই চেরনোবিলেই হয়েছিল।
যদিও আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে জানিয়েছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
what is stromectol used for Here, we aimed to identify novel mechanisms of tamoxifen resistance and provide actionable drug targets overcoming resistance
This study demonstrates that ASCs are conditioned by their local microenvironment in obese subjects as both the donor s obesity status and the site of deposition contribute to the stimulatory effects of ASCs on breast cancer cell growth whats clomid
Cancer 67 380 384 doxycycline uses
It only shows how 2nd rate the NPC IFBB are as legitimate organizations lasix fluid Ohsumi Y 2013 Historical landmarks of autophagy research