বিশ্ব দরবারে ওয়েডিং ফটোগ্রাফিকে তুলে ধরতে চায় “ইভেনটেক”
বিয়েতে ফটোগ্রাফি –ভিডিওগ্রাফির জনপ্রিয় ট্রেন্ড আগে থেকেই। ইদানিং গায়েহলুদ, পানচিনি, কাবিন, বউভাত এবং সব শেষে হানিমুন – পুরোটা নিয়ে যেন এক সিনেমাই বানিয়ে দিচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানগুলো,ইভেনটেক তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠানটি ইতিমধ্যে কাভার করেছে ১ হাজার টির ও বেশী ইভেন্ট। রাফি মাহমুদ বর্তমানে কাজ করছেন ইভেনটেকের সিইও হিসেবে। মাত্র ২ জন সদস্য দিয়ে ইভেনটেক যাত্রা শুরু করে ২০১৭ সাল থেকে। গুটি গুটি পায়ে এগিয়ে বর্তমানে ইভানটেক পরিবার ৪০ সদস্য বিশিষ্ট। প্রতিষ্ঠানটি এখন কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিষ্ঠানটি দেশের পাশাপাশি দেশের বাইরেও বাংলাদেশকে তুলে ধরতে চায়।
বিয়ের নিয়ে ফটোগ্রাফি –ভিডিওগ্রাফির এক জনপ্রিয় ট্রেন্ড আগে থেকেই। ইদানিং গায়েহলুদ, পানচিনি, কাবিন, বউভাত এবং সব শেষে হানিমুন – পুরোটা নিয়ে যেন এক সিনেমাই বানিয়ে দিচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানগুলো,ইভেনটেক তাদের মধ্যে অন্যতম।
ইচ্ছেছিল সঙ্গীত শিল্পী হবেন, ছোটবেলায় গানও শিখেছেন বুলবুল ললিত কলা একাডেমীতে। কিছুদিন সঙ্গীত সাধনা করলেও,হয়ে উঠেন পুরোদস্তুর ফিল্মগ্রাফার। বলছি, রাফি মাহমুদের কথা বর্তমানে কাজ করছেন ইভেনটেকের সিইও হিসেবে। প্রতিষ্ঠানটি কাভার করেছে ১০০০ টির ও বেশী ইভেন্ট। যার মধ্যে রয়েছেঃ ওয়েডিং, রিসিপসান, হুলুদ, প্রি- ওয়েডিং, পোস্ট-ওয়েডিং, মেহেদী নাইট,ব্রাইডাল শাওয়ার,হলি ইত্যাদি।
অনেক পিছুটান, নানা বাধা অতিক্রম করে মাত্র ২ জন সদস্য দিয়ে ইভেনটেক যাত্রা শুরু করে ২০১৭ সাল থেকে। গুটি গুটি পায়ে এগুতে এগুতে ইভানটেক পরিবারে ৪০ সদস্য বিশিষ্ট। প্রতিষ্ঠানটির কাজ ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বাহিরেও কাজ করতে চায় পরিবারটি।