বিশ্বকাপের সমাপনী মঞ্চে নোরা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিশ্বকাপের-সমাপনী-মঞ্চে-নোরাসহ-একঝাঁক-তারকা-বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন নোরা ফাতেহিসহ অন্যান্য তারকারা।

১৫ মিনিটের অনুষ্ঠানে কাতারি গীতিকার আইশার সঙ্গে আমেরিকান-নাইজেরিয়ান গায়ক ডেভিডো টুর্নামেন্টের থিম সং ‘হায়া হায়া’ পরিবেশন শুরু করেন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তারকাখচিত এই অনুষ্ঠানে নোরা ছাড়াও ছিলেন ডেভিডো, আয়েশা, ওজুনা গিমস, বলকিস, রাহমা রিয়াদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *