৩৬ বছর পর শিরোপা আর্জেন্টিনার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা খরা ঘুচালো আর্জেন্টিনা।
নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়েও গোল সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখান থেকে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে নিজের শেষ বিশ্বকাপটা শিরোপা দিয়ে রাঙালেন লিওনেল মেসি।
৩ যুগের শিরোপা খরা কাটানোর মিশনে রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই মিশনে প্রথমার্ধে এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসিরা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে লাতিন পরাশক্তিরা।
শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমে আর্জেন্টিনার উপর ম্যাচের শুরু থেকেই চড়াও হন ফরাসি ফুটবলাররা। ফাউলের পসরা সাজিয়ে বসেন তারা ম্যাচের শুরু থেকে।