গুলশানে অগ্নিকাণ্ড: অনাগত সন্তানের বাবা ডাক শোনা হল না আনোয়ারের
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া যুবক আনোয়ার হোসেনের বাড়ি ভোলায়। তাঁর পরিবার গ্রামে থাকে। স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার।
গতকাল রোববার দিবাগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তাঁর বড় বোন বিলকিস খাতুন ও ছোট ভাই জুলহাস। এ সময় জুলহাস বলেন, তাঁর ভাই আনোয়ার গুলশানে থাকতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ ও বাজার করতেন।
ভোলা জেলার দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের কৃষক নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন। স্ত্রী আমেনা বেগম সেখানেই থাকেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন তৃতীয়।
সূত্র: প্রথম আলো